'ফুলবাড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিজয়ী শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।'
Published : 25 Feb 2024, 12:35 PM
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার চন্দ্রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠান হয়।
এতে ফুলবাড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিজয়ী শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকবর কবীর। অতিথিরা প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানায় যায়, তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব আনন্দিত। এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয়ী হতে চায়।
প্রতিবেদক: ওয়াইজ আবতি অহনা (০৯), নাভিল আহমেদ নির্ঝর (১১), কুড়িগ্রাম।