বই পড়ায় ‘আগ্রহ বাড়াচ্ছে’ ভ্রাম্যমাণ পাঠাগার (ভিডিওসহ)

ভ্রাম্যমাণ পাঠাগারের বাগেরহাট শাখা শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতারও আয়োজন করে থাকে।

সারাদেশের মতো বাগেরহাটেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগার পাঠকের দোরগোড়ায় বই পৌঁছে দিচ্ছে।

বই পড়ার সু্যোগ পেয়ে বইয়ের প্রতি আগ্রহ ও কৌতুহল বেড়েছে বলে জানায় শিশু-কিশোররা।

সারা কবীর নামে ১০ বছর বয়সী এক শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “আমি নিয়মিত বই নেই এখান থেকে। পড়ে এরপর ফেরত দেই। আমি বই পড়ে অনেক কিছু জানতে পারছি।”

মিনারুল জাহিদ নামে একজন অভিভাবক বলেন, “আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিয়মিত পাঠক। আমি নিজের জন্য ও আমার সন্তানের জন্য বই নেই এখান থেকে। আমরা অনেক কিছু জানতে পারি এখান থেকে বই নিয়ে।”

ভ্রাম্যমাণ পাঠাগারের বাগেরহাট শাখা শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতারও আয়োজন করে থাকে। ছবি আঁকা, কবিতা আবৃত্তির সুযোগও পায় শিক্ষার্থীরা।

ভ্রাম্যমাণ পাঠাগার ২০২২ সালে দেশজুড়ে তিনশ উপজেলায় কার্যক্রম পরিচালনা করেছে। এই পাঠাগারগুলোর বর্তমান সদস্য সংখ্যা তিন লক্ষ ৩০ হাজার।

প্রতিবেদকের বয়স: ১১। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com