খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খেলার পাশাপাশি শারীরিক কসরত ও মিউজিকেল ডিসপ্লেও অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 'আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান' হয়েছে।

সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে মশাল হাতে মাঠ প্রদক্ষিণের মধ্য দিয়ে বার্ষিক এই অনুষ্ঠান শুরু হয়।

স্কাউট ও বিএনসিসির কুচকাওয়াজের পর রবীন্দ্র, নজরুল ও জসীম উদ্দিন নামে তিন দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

খেলার পাশাপাশি শারীরিক কসরত ও মিউজিকেল ডিসপ্লেও অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলমসহ জেলার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও পদক বিতরণ করা হয়। এতে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৯ পয়েন্ট পেয়ে যৌথভাবে রবীন্দ্র ও নজরুল হাউস যৌথভাবে চ্যাম্পিয়ন এবং জসিম উদ্দিন হাউস রানার্স-আপ হয়।

পুরস্কার ও পদক বিতরণ শেষে প্রধান অতিথি গোলাম মহিউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই মনের সুপ্ত সৃজনশীলতা ও নান্দনিকতার বিকাশ পরিপূর্ণ রূপে সম্ভব হয়।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খাগড়াছড়ি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com