সাতক্ষীরায় শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

"জাতি গঠনে শিশুদের সুরক্ষা অত্যন্ত জরুরী। এজন্য শিশুদেরকে যথাযথ প্রস্তুত করতে হ্যালোর কার্যক্রম প্রশংসনীয়।"
সাতক্ষীরায় শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

সাতক্ষীরায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকালে জেলার এলজিইডি মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কর্মশালায় শিশু অধিকার নিয়ে শিশুদের সঙ্গে কথা বলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ঝুমুর ব্যানার্জী। দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালোর কো-অর্ডিনেটর সাদিক ইভান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, "জাতি গঠনে শিশুদের সুরক্ষা অত্যন্ত জরুরী। এজন্য শিশুদেরকে যথাযথ প্রস্তুত করতে হ্যালোর কার্যক্রম প্রশংসনীয়।

হ্যালোর শিশু সাংবাদিক অগ্র বিসর্গ কর্মশালায় সভাপতিত্ব করে। অন্যদের সঙ্গে এই আয়োজনে আরও যোগ দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শরীফুল্লাহ কায়সার সুমন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com