ছাদ বাগানে ‘মানসিক প্রশান্তি’ (ভিডিওসহ)

ছাদবাগানীরা বলছেন, একদিকে যেমন অবসর সময় কাটছে প্রকৃতির সঙ্গে অন্যদিকে তারা নিজেরাই উৎপাদন করতে পারছেন নিরাপদ সবজি।

ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনে একটু খানি মানসিক প্রশান্তি আনতে ছাদ বাগানকেই বেছে নিয়েছেন অনেকে।

রংপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অবসর সময়ে অনেকেই বাড়ির ছাদে বাগান করছেন। এতে পরিবারের শিশুদেরও অংশগ্রহণ রয়েছে উল্লেখযোগ্য হারে।

ছাদবাগানীরা বলছেন, এক দিকে যেমন অবসর সময় কাটছে প্রকৃতির সঙ্গে অন্য দিকে তারা নিজেরাই উৎপাদন করতে পারছেন নিরাপদ সবজি। পরিবারের ছোটরাও গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারছে।

জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, কল কারখানা স্থাপনসহ নানা কারণে প্রতি বছরে কমছে ফসলি জমি।তাই সরকার নগর সবুজয়ানের জন্য কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে রংপুর বুড়িরহাট হর্টি কালচার সেন্টারের মাধ্যমে রংপুরের ১৫ হাজার ভবনে ছাদ বাগান করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা আমেনা খাতুন বলেন, "ইতিমধ্যেই প্রায় ২৫০০ ছাদ বাগান করা হয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পাবে।"

বুড়িরহাট হর্টি কালচার সেন্টারের উপ-পরিচালক কে এম মাওদুদল ইসলাম বলেন, "২০১২ সাল থেকে রংপুরে ছাদ বাগান করতে আগ্রহী হতে থাকে নগরবাসী। এ বিষয়ে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করি।”

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com