হার না মানা কিশোরীর গল্প

নিজের শারীরিক প্রতিবন্ধকতাসহ নানা বাধার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মণিষা নামে এক কিশোরী।
হার না মানা কিশোরীর গল্প

নিজের শারীরিক প্রতিবন্ধকতাসহ নানা বাধার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মণিষা নামে এক কিশোরী।

একাদশ শ্রেণির শিক্ষার্থী মণিষা ময়মনসিংহয়ের হালুয়াঘাটে বাবা মায়ের সঙ্গে থাকে।

কথা বলে জানা যায়, তার বাবা গলায় টিউমার নিয়ে প্রায় বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছেন। আর তার মা আথ্রাইটিসে আক্রান্ত হয়ে হারিয়েছেন স্বাভাবিক চলন শক্তি।

মণিষার প্রতিবন্ধকতা সম্পর্কে তার মা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোড বেলায় (ছোটবেলায়) কিছুদিন ঝার-ফুঁক, হোমিওপ্যাথি ওসুদ (ওষুধ) খাওয়াই। কিন্তু কোনো কাম অয়না, তাই বাদ দিছি।”

তার বাবা মিলন সাহা বলেন, “খাওনই (খাবার) দিতে পারি না ডাক্তার দেখামু কইথ্যে।”

পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ থাকায় মণিষাকে স্কুলে ভর্তি করে দেয় তার এক আত্মীয়। স্কুলে প্রতিনিয়তই ভালো করতে থাকে মণিষা। এর মধ্যে বাবা-মা দুজনই অসুস্থ হয়ে পড়ায় সংসার চালানোর ভারও এসে পরে কিশোরী মণিষার কাঁধে। ২০২১ সাল থেকে গলায় টিউমার নিয়ে তার বাবা শয্যাশায়ী হলে তাদের চায়ের দোকানটি চালানোর দায়িত্বও মণিষাকেই নিতে হয়। পাশাপাশি মায়ের সেলাই মেশিনেও কিছু কিছু কাজ করে সে।

মণিষা জানায়, বই, খাতা, কলমের অভাব থাকলেও সে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়। কলেজে যেতে আসতে তার রোজ দুইশ টাকা রিকশা ভাড়া লাগে, তাই পায়ে হেঁটেই কলেজে যায় সে।

সে বলছিল, তার কোনো কষ্ট নেই। কারো কাছে কোনো অভিযোগও নেই। সে শুধু দিন বদলের স্বপ্ন দেখছে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com