নেত্রকোণার ডিসি অঞ্জনা খান পেলেন জয়ী অ্যাওয়ার্ড (ভিডিওসহ)

“আমি জনগণের সেবা করে যাচ্ছি। স্বীকৃতি পেলে ভালো কাজের আগ্রহ আরো বাড়ে। এই সম্মাননা পেয়ে আমার ভালো লেগেছে, অনুপ্রাণিত হয়েছি।”

দায়িত্ব পালন ও সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উই সামিট ২০২২ এ সরকারি প্রশাসন বিভাগে জয়ী সম্মাননা পেয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

উইমেন অ্যান্ড ই–কমার্স ট্রাস্টের এই বার্ষিক আয়োজনে তাকে পুরস্কৃত করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বিজিয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

এই কৃতিত্বের জন্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নেত্রকোণাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার এই পুরস্কার প্রাপ্তির খবরে প্রশাসনে কর্মরত নারীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, “আমি জনগণের সেবা করে যাচ্ছি। স্বীকৃতি পেলে ভালো কাজের আগ্রহ আরো বাড়ে। এই সম্মাননা পেয়ে আমার ভালো লেগেছে, অনুপ্রাণিত হয়েছি।”

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com