পাহাড়ে সূর্যমুখী চাষ মন কাড়ছে দর্শনার্থীদের (ভিডিওসহ)

সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে নানা বয়সী দর্শনার্থী ভিড় করছেন এখানে।

একদিকে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার দৃশ্য, অন্যদিকে থরে থরে সূর্যমুখী ফুলের বাতাসে দোল খাওয়া। বান্দরবানের কালাঘাটার ছাইংগা পাড়ায় পাহাড়ের উপর এক সূর্যমুখী বাগানে গিয়ে এমনটাই দেখা গেল।

যতদূর চোখ যায় শুধু হলুদ রঙের ঝলকানি। বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের মাঝে হলুদের সমাহার। দেখলে মন জুড়িয়ে যায়।

মৌমাছিরা মধু সংগ্রহ করতে ব্যস্ত সূর্যমুখী ফুল থেকে। তাছাড়া এখানে প্রতিদিনই বসে প্রজাপতির মেলা। প্রাকৃতিক এ অপরূপ সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে।

মোহাম্মদ ইসহাক নামে স্থানীয় এক বাসিন্দা এই সূর্যমুখী বাগান গড়ে তুলেছেন।

তিনি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেল উৎপাদনের জন্য এই বাগান দিছি। এই তেল ৬০০ টাকা কেজি। এই বাগান আশেপাশে নাই। দূরে একজন চাষ করে।"

সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে নানা বয়সী দর্শনার্থী ভিড় করছেন এখানে।

রুবি দাস নামে কালাঘাটা থেকে আসা এক দর্শনার্থী 'হ্যালো'কে বলেন, “এটা আমাদের পরিচিত জায়গা। এখানে ঘুরতে এসেছি। নতুন নতুন এই সূর্যমুখী ফুলের বাগান করেছে। আগেও একবার দেখতে আসছিলাম। এখানে এসে খুব ভালো লাগছে।"

উম্মে আনজ্জুমান নামে এক দর্শনার্থী বলেন, “ঘুরে ঘুরে সূর্যমুখী ফুলের বাগান দেখলাম। এখানে এসে ভালো লাগছে।"

উম্মে আলিয়া নামে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী বলে, “আমি আমার বান্ধুবীকে নিয়ে এখানে ঘুরতে আসছি। অনেক মজা লাগছে।”

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বান্দরবান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com