'প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মধ্যাহ্ন খাবার' (ভিডিওসহ)

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।

অর্থনীতির চাকা কিছুটা ঘুরে দাঁড়ালেই প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্নের খাবার চালু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রূপগঞ্জ বাজারে শেখ রাসেল স্মৃতি পাঠাগার, শহীদ মিনার ও ইউনিয়ন পরিষদ দপ্তর পুনঃসংস্কারের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা কিছুটা সমস্যার মধ্য দিয়ে চলায় প্রাথমিকের বিদ্যালয়গুলোতে মধ্যাহ্ন খাবারের ব্যবস্থার যে পরিকল্পনা সরকার করেছিল তা সম্ভব হয়নি। তবে অর্থনীতির চাকা কিছুটা ঘুরে দাঁড়ালেই তা চালু করা হবে।

বাউসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি শাখাওয়াত হোসেন।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com