বাগেরহাটে চলছে দুর্গাপূজার প্রস্তুতি (ভিডিওসহ)

পূজাকে ঘিরে প্রতিমা তৈরির কারিগররা পার করছেন ব্যস্ত সময়।

সারাদেশের মতো বাগেরহাটেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে।

গত দুই বছর মহামারির প্রভাবে সীমিত থাকলেও এবার পূজা বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়েই পালিত হবে দুর্গোৎসব।

পূজাকে ঘিরে প্রতিমা তৈরির কারিগররা পার করছেন ব্যস্ত সময়। শেষ সময়ে তাদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ৷ দম ফেলবার সুযোগ নেই।

আর কিছুদিন পরই রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে দেবী দূর্গা, কার্তিক, গনেশ, লক্ষ্মী ও সরস্বতীকে।

পঞ্জিকা মতে, দুর্গা এবার ধরণিতে আসবেন হাতির পিঠে চড়ে আর প্রস্থান করবেন নৌকায় চড়ে।

বাগেরহাট জেলায় এবার মোট ছয়শ ৪০ টি মন্দিরে পূজা উদযাপন করা হবে।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com