‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নেত্রকোণায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের ১৯৭১ এর রণাঙ্গনের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা।’
Published : 20 Nov 2023, 05:36 PM
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নেত্রকোণায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের ১৯৭১ এর রণাঙ্গনের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা।
জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা পাবলিক হলে এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
শিক্ষার্থীদের কাছে রণাঙ্গনের সেই দিনগুলোর কথা তুলে ধরেন, বীর প্রতীক খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, হাবিবুর রহমান, নুরুল আমীন, আইয়োব আলীসহ আরও অনেকে। এসময় মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুল-মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।