সাতক্ষীরায় কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
জেলার কৃতি সন্তানদের স্মরণে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমি এই আয়োজন করে।
শিশু একাডেমির জেলা কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।
শিশু বিষয়ক কর্মকর্তা সাদ্দাম হোসেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আয়োজনের লক্ষ্য আজকের শিশুরা শুধু প্রাতিষ্ঠানিক লেখাপড়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। এই আয়োজন তাদেরকে সামগ্রিক ও অগ্রসর চিন্তার মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।”
উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, “সাতক্ষীরার যারা মাটির সন্তান তাদের রয়েছে সংস্কৃতির শক্ত পোক্ত ভিত্তি। সেটাকে আরও জাগ্রত করে তুলবে এ ধরনের আয়োজন। “
প্রতিবেদক: তীর্যক কুমার মন্ডল (১৩), হৃদয় মণ্ডল (১৭), সাতক্ষীরা