মসজিদের ইফতার আয়োজনে শিশুরা (ভিডিওসহ)

শিশুদের এমন কাজে খুশি এলাকাবাসীও।

খুলনা নগরীর বয়রা এলাকার নূর এ জামে মসজিদে প্রতি রোজাতেই দেওয়া হয় বিনামূল্যে ইফতার। আর এই ইফতার আয়োজনে সাহায্য করে একদল শিশু-কিশোর। এবারও এই নিয়মের ব্যত্যয় ঘটেনি।

বিকেল হলেই দেখা যায় শিশু-কিশোররা ইফতার আয়োজনে ব্যস্ত পড়েছে। সম্প্রতি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মো. সাকিব নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালোকে বলে, “আমরা সব বন্ধুরাই ইফতারির সময় কাজ করি, ইফতার বণ্টনে সহযোগিতা করি। মসজিদে আসা মুসল্লিদের সেবা করতে আমাদের খুব ভালো লাগে।“

শিশুদের এমন কাজে খুশি এলাকাবাসীও।

মো. ফরিদ হোসেন নামে স্থানীয় একজন বাসিন্দা বলেন, “এলাকার ছোট ছোট বাচ্চারা প্রতিবছরই আনন্দের সঙ্গে এই কাজ করে। এজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।“

শুধু ইফতারের সময়টুকুই নয়, রমজান মাসে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটিও আনন্দ নিয়ে করছে বলে জানায় শিশুরা।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com