বৃষ্টিতে জলমগ্ন খুলনা নগরী (ভিডিওসহ)

বৃষ্টিতে নগরীর অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে ওঠে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে উঠেছে খুলনা নগরী।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। কোনো কোনো স্থানে ঘণ্টাব্যাপী আবার কোথাও দু'ঘণ্টারও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিতে নগরীর অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে ওঠে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পানি জমায় দুর্ভোগে পড়েন রোগী ও তার স্বজনরা।

হাসান শেখ নামে বয়রা এলাকার এক বাসিন্দা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাতে ঝড়-বৃষ্টির কারণে এখানে যে পানি জমেছে তার কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে।"

মোহাইমিনুল নামে একই এলাকার আরেকজন বাসিন্দা বলেন, “পানি জমে যাওয়ার কারণে সকলেরই পানিবাহিত রোগ নিয়ে চিন্তা বেড়ে গেছে।“

বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। এদিকে আগামী পহেলা এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com