বাগেরহাটে স্মার্ট কর্মসংস্থান মেলা

মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কোম্পানি স্টল দেয়।
বাগেরহাটে স্মার্ট কর্মসংস্থান মেলা

বাগেরহাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্মার্ট কর্মসংস্থান মেলা।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, এ টু আই সহ আরও বেশকিছু প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষিত বেকার ছাত্র-ছাত্রী ও অন্যান্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা অডিটোরিয়ামে আয়োজিত এই স্মার্ট কর্মসংস্থান মেলায় অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আগ্রহীরা প্রবেশ করেন।

মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কোম্পানি স্টল দেয়। এসব কোম্পানির প্রতিনিধিরা চাকরি প্রত্যাশী ও ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করে।

মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৪০ জন নারী উদ্যোক্তার মাঝে ৫০ হাজার টাকার চেক এবং ১০ জন ফ্রিল্যান্সারের মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন ও জেলা প্রশাসক আজিজুর রহমান।

এছাড়াও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com