খেলার নাম 'কুসুম কুসুম' (ভিডিওসহ)

"এই খেলা অনেক আনন্দের, আমরা প্রতিদিন বিকালে একসাথে জড়ো হই।"

সাতক্ষীরার শিশুদের কুসুম কুসুম নামে একটি খেলা খেলতে দেখা যায়। স্থানীয়রা বলছেন খেলাটি এখানে কুসুম কুসুম খেলা নামে পরিচিত।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঠবাড়ি এলাকায় কুসুম কুসুম খেলার সময় কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তারা জানায়, দল ভাগ করার পর টস করা হয়। ভাঙ্গা চাড়া ছুড়তে হয় একটা নির্দিষ্ট গর্তের উদ্দেশ্যে। এরপর অনেকটা এক্কা-দোক্কা খেলার মতো দম না ছেড়ে প্রতিপক্ষকে তাড়া করতে হয়।

স্থানীয়রা জানান, এই খেলার প্রচলন অনেক আগে থেকেই। এই এলাকায় এখন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের অনেকেরই ছেলেবেলা কেটেছে এই খেলায় মেতে।

শেখ ইয়ামিন নামের এক শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "আমরা প্রতিদিনই এই খেলা খেলি।"

নাইমুল ইসলাম নামে আরেক শিশু বলে, "এই খেলা অনেক আনন্দের, আমরা প্রতিদিন বিকালে একসাথে জড়ো হই।"

গ্রামীণ বিভিন্ন খেলার মতো এই খেলাটিও আজ তেমন একটা নজরে আসে না। এসব খেলা একবারেই হারিয়ে না যাক এমনটাই চাওয়া স্থানীয়দের।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com