নেত্রকোণায় বসন্তকালীন সাহিত্য উৎসব (ভিডিওসহ)

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, বসন্তবরণ ও শিশুদের মুক্ত চিত্রাঙ্কন।

নেত্রকোণায় হয়ে গেল ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসব।

নেত্রকোণা সাহিত্য সমাজের উদ্যেগে দিনব্যাপী এ উৎসব হয়। এই আয়োজন থেকে দুইজন কথাশিল্পীকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেয়া হয়।

সাহিত্য উৎসবের উদ্বোধন করেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম কবীর।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, বসন্তবরণ ও শিশুদের মুক্ত চিত্রাঙ্কন। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উৎসবস্থলে গিয়ে শেষ হয়।

উৎসবে যোগ দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল বলেন, “ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এর মাঝে ফাগুন আসার সাথে সাথে বাঙালির মনে নতুন একটা আমেজ আসে। এই বসন্তকে বরণ করছে সব বয়সী মানুষেরা। বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এই বসন্ত।”

সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, “এই ভাবে প্রতিবছর বসন্ত উৎসব, সাহিত্য উৎসব হোক। এই উৎসবকে ঘিরে নেত্রকোণায় সাংস্কৃতিক আবহ বিরাজ করতে থাকে। এটি মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযোদ্ধা হিসেবে এই উৎসব দেখে আমি গর্বিত। ”

সন্ধ্যায় উৎসব মঞ্চে কথাশিল্পী ধ্রুব এষ ও পাপড়ি রহমানকে দেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com