
ঘূর্ণিঝড় মোখা নিয়ে আশঙ্কা থাকলেও ঝড়টি সাগর থেকে মাটিতে এসে অনেকটা দুর্বল হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঝড়ের দিন খুলনায় বৃষ্টিপাত না হলেও এর পরের দিন দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে।
নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হারুন জোয়াদ্দার নামে এক চায়ের দোকানদারের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক।
এই দোকানি বলছিলেন, “হঠাৎ ঝড় আইছে, অনেক কিছু উড়ায় নিয়ে গেছে।“
খোঁজ নিয়ে জানা যায়, খালিশপুর, টুটপাড়া, বড় খালপাড়া, খানজাহান আলী রোড, ময়লাপোতা মোড়, দৌলতপুর, জোড়াগেট, ফেরিঘাট মোড়, শিববাড়ি মোড়সহ খুলনা নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। কিছু স্থানে বৃষ্টির পানি জমে জলমগ্ন হয়ে পড়ে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।