বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।
বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরষ্কার প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

জেলা শহরের এসি লাহা মিলনায়তনে জেলা প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।

এই অনুষ্ঠানে আগত শিশুদের ‘জুলিও কুরি’ পদক সম্পর্কে শিশুদের জানান জেলা প্রশাসক। বঙ্গবন্ধুর এই পদক অর্জনের ইতিহাসও তিনি তুলে ধরেন।

আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও বঙ্গবন্ধু স্মারক ডাক টিকেট তুলে দেওয়া হয়।

সন্ধ্যায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com