বই পড়লে কাউকে দাবায়ে রাখা যায় না: জাফর ইকবাল (ভিডিওসহ)

“শিশুকে সুশিক্ষায় গড়ে তুলতে হলে শিক্ষকদেরকে আরও যত্নবান, আন্তরিক ও দায়িত্ববান হতে হবে।”

শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, মানুষের কল্পনা শক্তি বাড়িয়ে রাখার উপায় হচ্ছে বেশি বেশি বই পড়া। বই পড়লে কেউ দাবাইয়া রাখতে পারবে না।

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় তিন দিন ব্যাপী এক বইমেলার সমাপনী দিনে শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “বই পড়লে ব্রেইনের ব্যবহার হয়।”

এছাড়া শিশুর লেখাপড়ার জন্য আনন্দময় পরিবেশ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “শিশুকে সুশিক্ষায় গড়ে তুলতে হলে শিক্ষকদেরকে আরও যত্নবান, আন্তরিক ও দায়িত্ববান হতে হবে।”

পড়ব বই গড়ব দেশ, আঁধার হবে নিরুদ্দেশ এই বিষয়কে প্রতিপাদ্য করে কেন্দুয়ায় তিন দিন ব্যাপী বই মেলা শুরু হয় বৃহস্পতিবার।

মেলায় বড়দের পাশাপাশি শিশুদের পদচারণা ছিল চোখে পড়ার মতো।

মেলায় বই কিনতে আসা তারিফ নামের এক শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম।

প্রথম শ্রেণি পড়ুয়া তারিফ বলে, “আমি ভূতের বই কিনতে এসেছি মেলায়।”

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com