শিশু ইমরানের কাঁধে সংসারের বোঝা (ভিডিওসহ)

পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য তাকে কাজে নামতে হয়েছে।

পার্কসহ নানা লোকসমাগমে ফেরিওয়ালার কাজ করে ইমরান নামে এক শিশু।

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও আশেপাশের নানা জায়গায় তাকে বিভ্ন্নি রকমের খাবার বিক্রি করতে দেখা যায়।

সাতক্ষীরা পি. এন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমরান। সে বড় হয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে।

১১ বছর বয়সী ইমরান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তবে পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য তাকে কাজে নামতে হয়েছে।

তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাফিজুল ইসলাম হ্যালোকে বলেন, “বিদ্যালয় থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা করব।”

ইমরানের শ্রেণি শিক্ষক সুপ্রিয়া গাইন বলছিলেন, “সে বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। কিন্তু সে পড়াশোনায় দুর্বল। ইমরান যদি শ্রম না দিয়ে পড়াশোনা করে তাহলে সে তার দুর্বলতা কাটিয়ে তুলতে পারবে।”

ইমরানের বাবা মো. ইব্রাহিম বলেন, “ইমরান যদি কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে তাহলে আমার সাংসারিক হাল এখন যতটুকু অভাব-অনটনে আছে। তার অনেক বেশি অভাব অনটনে থাকবে আমার পরিবার।“

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com