কুষ্টিয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
কুষ্টিয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

কুষ্টিয়ায় ভূমি সেবা সপ্তাহ ও স্মার্ট ভূমি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়- 'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়'।

ভুমি সেবায় সকলকে উদ্বুদ্ধ ও জনগণের কাছে ভুমি সেবা পোঁছে দেবার লক্ষ্যে ভুমি সপ্তাহের আয়োজন করে জেলা প্রশাসন।

জেলার কালেক্টর চত্ত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আটটি বিভাগ, ৬৪ জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় সম্মেলন কক্ষ অথবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে।

ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফায়েড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে ধারণা দেওয়া হবে।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুষ্টিয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com