মাছ বিক্রেতা শিশু (ভিডিওসহ)

ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর ২টা পর্যন্ত মাছ বিক্রির কাজ করে সে। নিজের আয়ের সব টাকা মায়ের হাতে তুলে দেয় নয়ন।

কুষ্টিয়া রেলস্টেশনে একটি মাছের দোকানেই দিনের অর্ধেক সময় কেটে যায় নয়ন ইসলাম নামে এক শিশুর। দুই মাস ধরে তার নতুন ঠিকানা এই মাছের দোকান।

১৫ বছর বয়সী নয়ন স্বপ্ন দেখত পড়াশোনা করে চাকরি করার। কিন্তু সংসারের অভাব-অনটন তাকে শিশুশ্রমে যুক্ত হতে বাধ্য করেছে। আট জনের সংসারে অর্থের জোগান দিচ্ছে নিজে কাজ করে।

ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর ২টা পর্যন্ত মাছ বিক্রির কাজ করে সে। নিজের আয়ের সব টাকা মায়ের হাতে তুলে দেয় নয়ন।

কুষ্টিয়ার হরিপুরের বোয়ালদাহ থেকে প্রতিদিন সকালে এই স্টেশনে আসতে হয় তাকে। বেশ কয়েকদিন ধরে তার ছোট ভাইও তার সঙ্গে কাজে যোগ দিয়েছে। এখন দুই ভাই মিলে কাজ করছে দোকানে।

নয়ন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “এখানে কাজ করে যে টাকা পাই তা দিয়ে ছোট ভাই বোনদের পড়াই। মা অসুস্থ, তার ঔষধও কিনি।”

শাহনাজ পারভীন (১৪), সাইফুর রহমান (১৪), মারুফ হোসেন (১৪), সুমাইয়া আক্তার (১৩), আলবিদা ফারজানা (১৩), কুষ্টিয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com