খবরাখবর
শিশু কর্নার: ষাট গম্বুজ মসজিদে এসে আনন্দিত শিশুরা (ভিডিওসহ)
"আজকে এই মসজিদে আমি আমার আব্বুর সাথে ঘুরতে এসেছি আর আমরা এখানে খেলা করছি। ''
বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে শিশু কর্নারে শিশুদের ভিড় লেগেই থাকে।
মসজিদ প্রাঙ্গণের এই শিশু কর্নারে শিশুদেরকে দোলনা, স্লিপার ও ডেকি-কল রাইডে চড়তে দেখা গেছে।
মাইমুনা আক্তার মীম নামে ঘুরতে আসা এক শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমি আমার বাবা ও আমার ছোট বোনের সাথে ঘুরতে এসেছি। আমার এসে অনেক ভালো লাগছে। আমি এখানে অনেক খেলা করেছি।"
অরিয়ন আবির নামে আরেক শিশু বলে, "আজকে এই মসজিদে আমি আমার আব্বুর সাথে ঘুরতে এসেছি আর আমরা এখানে খেলা করছি। ''
শিশুদের মানসিক বিকাশে বিনোদনের প্রয়োজন, তাই সন্তানদের নিয়ে ষাট গম্বুজ মসজিদে আসেন বলে জানান কয়েকজন অভিভাবক।
তাইজুল ইসলাম নামে একজন অভিভাবক হ্যালোকে বলেন, “আমরা বাচ্চাদের ছুটিতে দেশের বাড়ি পিরোজপুরে আসি। পিরোজপুর থেকে যেহেতু বাগেরহাটের দূরত্ব কম তাই বাগেরহাটের দর্শনীয় স্থান দেখতে এসেছি।”
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: বাগেরহাট।