নেত্রকোণায় শিশু সাংবাদিকদের কর্মশালা

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৮ বছর বয়সের ২০ জন শিশু অংশ নেয়।
নেত্রকোণায় শিশু সাংবাদিকদের কর্মশালা

নেত্রকোণায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশুদের নিয়ে দুই দিনব্যাপী সাংবাদিকতার কর্মশালা করা হয়েছে।

জেলা শহরের গজিনপুর এলাকায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজিতে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

 ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দুইদিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুরুর দিন কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিসেফ চিফ অব কমিউনিকেশন জেনি গ্যামিং, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, ইউনিসেফের ময়মনসিংহ ও ঢাকা বিভাগীয় চিফ অব ফিল্ড অফিসের মো. ওমর ফারুখ।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৮ বছর বয়সের ২০ জন শিশু অংশ নেয়।

দুইদিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয় ছাড়াও ইউনিসেফের প্রতিনিধিরা ছিলেন। এছাড়া কর্মশালায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোণা জেলা তত্ত্বাবধায়ক লাভলু পাল চৌধুরী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন) আকিব জাভেদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সাংবাদিকদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com