শেরপুরে স্বাধীনতা দিবস পালিত (ভিডিওসহ)

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনর দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

শহরের চকবাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সকাল সাড়ে ৮টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: শেরপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com