মাঠ নেই, রেল লাইনের পাশেই খেলে শিশুরা (ভিডিওসহ)

রেল লাইন ঘেঁষে এই জায়গাটিকে খুলনার অনেকেই চেনে 'লাইনের মাঠ' নামে।

খুলনা নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় রেল লাইনের পাশেই ঝুঁকি নিয়ে খেলতে দেখা যায় শিশুদের।

স্থানীয়রা বলছেন, খেলাধুলা করতে তারা যে জায়গা বেছে নিয়েছে তা রেল লাইনের একদম সংস্পর্শে হওয়ায় যে কোনো সময়েই ঘটতে পারে দুর্ঘটনা।

খেলতে আসা শিশুরা জানায়, মাঠ না থাকায় বাধ্য হয়েই তারা এখানে খেলতে আসে।

মো. মোমিন টেক্সটাইল মিল হাই স্কুলের এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "খেলার জন্য আমাদের কোনো মাঠ নেই তাই আমরা এখানে এসে খেলি।"

জাহিদ নামে এক কিশোর বলে, "এখানে ট্রেন নিয়মিত আসা যাওয়া করে। এক্সিডেন্ট হতে পারে যেকোনো সময়।"

রেল লাইন ঘেঁষে এই জায়গাটিকে খুলনার অনেকেই চেনে 'লাইনের মাঠ' নামে।

খোঁজ নিয়ে জানা যায়, এই এলাকা কিংবা এর আশে পাশে কোথাও খেলার মাঠ নেই। তাই দূর-দুরান্ত থেকেও শিশু কিশোররা এখানে খেলতে আসে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com