
বাংলাদেশের শিশুদের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আইসিসি-বি)।
সম্প্রতি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ জানায়, বাংলাদেশের শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরো জোড়ালো ভূমিকা পালন করার জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আইসিসি-বি) ও ইউনিসেফ এক নতুন অংশীদারিত্ব শুরু করেছে।
এই লক্ষ্যে আইসিসি-বি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ও বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে আইসিসি-বি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশে শিশুদের সার্বিক কল্যাণের জন্য বেসরকারি খাতের সঙ্গে এক সঙ্গে কাজ করার উদ্যোগ নেওয়ায় ইউনিসেফকে ধন্যবাদ। বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলোকে বাস্তবে রূপ দিতে ইউনিসেফের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।”
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “বাংলাদেশের শিশুরা এক সঙ্গে একাধিক সংকটে ভুগছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে প্রতি তিনজন শিশুর মধ্যে একজন বা প্রায় দুই কোটি শিশু জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবজনিত ক্ষতির শিকার। শিশুদের সঠিক ও সম্পূর্ণ বিকাশ নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতেরই বিনিয়োগ করা প্রয়োজন।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউনিসেফ বাংলাদেশ ও আইসিসি-বি এই সংস্থা দুইটির শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক রয়েছে। টেকসই উন্নয়নকে ঘিরে সংস্থা দুইটি একই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশে শিশু মৃত্যুহার কমানোর জন্য এবং তাদের পূর্ণরূপে বিকশিত ও ভবিষ্যতে সফল হবার ক্ষেত্রে যে সকল বাধা রয়েছে তা মোকাবিলার জন্য উভয় সংস্থাই যৌথভাবে কাজ করবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।