
ধান মাড়াইয়ের মৌসুমে নিজেদের বাড়ির কাজে শিশুদের সাহায্য করতে দেখা গেলেও শ্রমিক হিসেবেও কাজ করে অনেক শিশু।
খুলনার তেরখাদা উপজেলার আজগড়া গ্রামে রিফাত শেখ নামে ১২ বছর বয়সী এক শিশুর সঙ্গে কথা হয় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এই শিশু পরিবারে অর্থের জোগান দিতে ধান মাড়াইয়ের কাজে যুক্ত হয়েছে।
সে জানায়, পড়াশোনার পাশাপাশি সে এই কাজ করছে। ধান মাড়াই কাজের বিনিময়ে রোজ তিনশ টাকা উপার্জন হয় তার।
আক্ষেপ করে রিফাত হ্যালোকে বলে, "আমার অনেক খেলতে মন চায়, কিন্তু খেলার সময় পাই না।"
বাবা-মা ছাড়াও রিফাতের আছে আরও দুই ভাই-বোন। বাবার আয়ে সংসার ঠিক মতো না চলায় বাধ্য হয়েই কাজে নামতে হয়েছে বলে জানায় সে।
রিফাত বলছিল, "আমাগো সংসার ঠিক মত চলে না। তাই কাজ করি।"
কাজ করে যে আয় তার পুরোটাই সে তুলে দেয় মায়ের হাতে তুলে দেয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।