কাজ করেই বাঁচতে চান খর্বকায় হায়দার (ভিডিওসহ)

কারো দয়া বা ভিক্ষাবৃত্তি নয়, মৃত্যুর আগ পর্যন্ত নিজেই কাজ করে যেতে চান ৩৮ বছর বয়সী খর্বকায় হায়দার। শারীরিক প্রতিবন্ধকতা যেন তার কাছে নস্যি।

খুলনা নাগরীর পথে পথে ঝালমুড়ি বিক্রি করেন তিনি।

ঝালমুড়ি বিক্রি করে যে আয় হয় তা দিয়েই চলে তার সংসার ও দুই সন্তানের পড়াশোনা।

মো. হায়দার হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করি। মোটামুটি ভালই বেচা-কিনা হয়। কোনোদিন ৮০০টাকা, কোনোদিন ১২'শ টাকা আবার কোনোদিন ১৫'শ টাকারও বেচি।“

তার ঝালমুড়ি যাতে সবাই পছন্দ করে তাই তিনি যথাসাধ্য চেষ্টা করেন বলে জানান। আগে শুধু ঘুগনি দিয়ে এক পদের ঝালমুড়ি বিক্রি করলেও এখন নানা স্বাদ যুক্ত করে ঝালমুড়ির পদের সংখ্যা বাড়িয়েছেন।

তার ঝালমুড়ির ঝাল স্বাদ নিতে ছুটে আসেন অনেকে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com