শেরপুরে হয়ে গেল বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব

‘উৎসবে কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার, দূষণমুক্ত স্মার্ট নগরী, ভূমিকম্প সহনীয় ভবনসহ পরিবেশ রক্ষায় নিজেদের উদ্ভাবিত নানা প্রকল্প নিয়ে হাজির হয় ক্ষুদে বিজ্ঞানীরা।’
শেরপুরে হয়ে গেল বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে প্রথমবারের মতো শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উৎসব হয়। উৎসবটির উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

উৎসবে কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার, দূষণমুক্ত স্মার্ট নগরী, ভূমিকম্প সহনীয় ভবনসহ পরিবেশ রক্ষায় নিজেদের উদ্ভাবিত নানা প্রকল্প নিয়ে হাজির হয় ক্ষুদে বিজ্ঞানীরা।

শ্রেণি ভিত্তিক বিজ্ঞান ক্লাবের অংশগ্রহণে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি করা হয়।

প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে পেরে খুশি বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিজ্ঞান প্রকল্প নিয়ে হাজির হওয়া এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমরা সৃষ্টিশীল চিন্তার মাধ্যমে প্রোজেক্ট বানিয়েছি। প্রতি বছর স্কুলগুলোতে যদি এই ধরনের আয়োজন করা হয় তাহলে আমরা আমাদের সৃষ্টিশীল চিন্তাগুলোকে বাস্তব করতে পারব।”

আরেক জন শিক্ষার্থী বলে, “আমার খুবই ভালো লেগেছে। আমরা প্রোজেক্ট তৈরিতে সবাই সবাইকে সাহায্য করেছি।”

জেলার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে প্রতি বছর বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব আয়োজনের কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।

হ্যালোকে তিনি বলেন, “আগের পরীক্ষাটাই এখন উৎসব হবে। পরীক্ষা ভীতি আর থাকবে না। পরীক্ষা ভীতির পরিবর্তে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে এই ধরনের উৎসবে অংশগ্রহণ করবে।”

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস হ্যালোকে জানান, উপজেলা পর্যায়ে প্রতিটি

প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবকে আরো গতিশীল করতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।

হ্যালোকে তিনি বলেন, “উপজেলা বিজ্ঞান ক্লাব থেকে পরবর্তীতে বড় করে এই ধরনের আয়োজনের ইচ্ছে আছে আমাদের।”

প্রতিবেদক: জয়া বণিক (১৬), সিদরাতুল মুনতাহা বুশরা (১২)। জেলা: শেরপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com