
কক্সবাজার পৌঁছে গেল পরিদর্শন ট্রেন।
পর্যটন শহর কক্সবাজারে প্রথমবারের মতো পৌঁছে গেল ট্রেন।
রোববার সকাল নয়টার একটু পর চট্টগ্রাম স্টেশন থেকে এই পরিদর্শন ট্রেনের যাত্রা শুরু হয়।
সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে ট্রেন যখন হুইসেল বাজিয়ে কক্সবাজারের আইকনিক স্টেশনে পৌঁছায় তখন প্ল্যাটফর্মে হাজার খানেক মানুষের ভিড়।
কক্সবাজার রেল স্টেশন।
উল্লাস ধ্বনি, করতালি আর মুঠোফোনের আলো জ্বালিয়ে ট্রেনকে বরণ করে নেন কক্সবাজারের মানুষ।
আগামী ১১ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে এই রেলপথ উদ্বোধনের কথা রয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কক্সবাজার।