গ্রামেও নেই খেলার মাঠ (ভিডিওসহ)

“খেলাধুলার জন্য আমরা মাঠ চাই। বিকালে স্কুল ছটি দিলে খেলাধুলা করি। আমরা একটা মাঠ চাই, আমাদের খেলার মাঠ হোক।”

শহরে খেলার মাঠের অপ্রতুলতা থাকলেও গ্রাম মানেই সবাই বোঝে অবারিত প্রান্তর, যেখানে শিশুরা মনের আনন্দে খেলতে পারে।

কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাদুলী গ্রামে শিশুদের জন্য নেই কোনো খেলার মাঠ। ফসল কাটার পর থেকে নতুন ফসল বোনার মাঝের সময়টুকুতেই ফাঁকা মাঠে খেলতে দেখা যায় অনেক শিশুকেই। এছাড়া বিদ্যালয় ছুটির পর বিকেল বেলায়  শিশুরা রাস্তায় কিংবা উঠানেই খেলাধুলা করে।

বাড়ির পাশের পতিত জমিতে ক্রিকেট খেলতে থাকা কয়েক জন শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এক শিশু হ্যালোকে বলে, “খেলাধুলার জন্য আমরা মাঠ চাই। বিকালে স্কুল ছটি দিলে খেলাধুলা করি। আমরা একটা মাঠ চাই, আমাদের খেলার মাঠ হোক।”

আরেক শিশু বলে, “আমাদের মাঠ নেই বলে আমরা পতিত জমিতে খেলি। খেলার জন্য নির্দিষ্ট মাঠ নাই। যখনই ইরি ক্ষেত বা সরিষা তোলা হয় তখন আমরা এখানে খেলি।”

তবে যাদের বাড়িতে বড় উঠান নেই তাদের সমস্যা আরও প্রকট। খেলাধুলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য হলেও পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকে মোবাইলে গেইমও খেলে বলে অভিযোগ রয়েছে অভিভাবদেরও।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com