'উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সমাজসেবা কর্মকতা মো. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।'
Published : 02 Jan 2024, 06:16 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সমাজসেবা কর্মকতা মো. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ভাতা প্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের প্রতিপাদ্য হচ্ছে সমাজ সেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। আমরা মূলত সরকারের বিভিন্ন ভাতা সরাসরি ভাতাভোগীদের কাছে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছি। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সমাজসেবা অফিস কাজ করে যাচ্ছে।"
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।