নেত্রকোণায় সমলয় চাষ পদ্ধতিতে বোরো আবাদ (ভিডিওসহ)

দুই উপজেলায় ১১০ জন কৃষককে নিয়ে প্রথমবারের মতো এই আবাদ শুরু করা হয়েছে।

কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে আনতে নেত্রকোণায় সমলয় চাষ পদ্ধতিতে বোরো আবাদ শুরু হয়েছে।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নেত্রকোণার সদর ও মদন উপজেলার দুই এলাকায় ৫০ একর করে মোট ১০০ একর জমিতে দুটি প্রকল্পের মাধ্যমে সমলয় চাষ পদ্ধতিতে বোরো আবাদ শুরু করা হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের উৎসাহিত করতে জেলার দুই উপজেলায় ১১০ জন কৃষককে নিয়ে প্রথমবারের মতো এই আবাদ শুরু করা হয়েছে। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফলন বাড়াতে এই পদ্ধতির আবাদে যুক্ত করা হয়েছে একেক প্রকল্পে ৫৫ জন করে। প্রত্যেক প্রকল্পে নেয়া হয়েছে কৃষকদের ৫০ একর করে আবাদি জমি।

সমলয় চাষ পদ্ধতি আশার সঞ্চার করেছে জানিয়ে কৃষকরা বলছেন, যন্ত্রের মাধ্যমে ধান লাগানো ও ফসল তোলায় শ্রমিকের খরচ কম হবে। আধুনিকভাবে চাষ করায় ফলনও বেশি হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যান্ত্রিকীকরণের মাধ্যমে অন্তত ৪০ শতাংশ উৎপাদন খরচ কমবে। ৩০ দিনের চারা হওয়ায় ফলন প্রায় ১৫ শতাংশ বেড়ে একরে ১০০ মন ছাড়িয়ে যাবে ফলন।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com