
ফুল বিক্রি করে পরিবারে অর্থের জোগান দেয় মো. সামির নামে ছয় বছর বয়সী খুলনার এক শিশু।
খুলনার নিউমার্কেট এলাকায় তাকে ঘুরে ঘুরে ফুল বিক্রি করতে দেখা যায়।
কথায় কথায় জানা যায়, তার বাবা ভ্যান চালায়। সংসারের খরচ জোগাতে হিমসিম খাওয়ায় সন্তানের পড়াশোনার খরচ দিতে পারেন না তিনি।
সামিরের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
২০ টাকা করে গোলাপ ফুল বিক্রি করে জানিয়ে সে বলে, "আমি ডেইলি সকাল থেইকা রাইতে ঘুইরা ঘুইরা ফুল বিক্রি করি। একশ থেকে দুইশ টাকা বিক্রি হয়।"
নিউমার্কেটের পাশেই একটা বস্তিতে ভাড়া থাকে সামিরের পরিবার। অভাবের সংসারে তার ভাইও পড়াশোনার সুযোগ পায়নি। সে কাজ করে একটি লোহার ওয়ার্কশপে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সাতক্ষীরা।