
বাগেরহাটে আব্দুল্লাহ নামে এক ছিন্নমূল শিশুর জন্মদিন উদযাপন করেছে শিশু-কিশোরদের একটি দল।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে থাকে ছোট্ট আব্দুল্লাহ। তার বাবা নেই আর মা মানসিক ভারসাম্যহীন। দারিদ্রের সঙ্গে লড়াই করেই বেড়ে উঠছে সে।
শুক্রবার তার জন্মদিন উদযাপনের উদ্যোগ নেয় ‘গ্লোরি ফিউচার ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শিশু-কিশোররা।
আব্দুল্লাহর বাড়িতে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে তারা জন্মদিনের কেক কাটে। এসময় খাওয়া-দাওয়ার পাশাপাশি গান গেয়ে শিশুরা আনন্দ করে।
ছোট্ট আব্দুল্লাহর কাছে এটি ছিল অনেক বেশি কিছু। জন্মদিনে এমন আয়োজন করায় সে খুশি বলে জানায়।
প্রতিবেদক: তালুকদার আহানাফ নাফি, মুশফিকুজ্জামান মুশফিক (১৩), বাগেরহাট।