
বড় হয়ে উদ্যোক্তা হয়ে গরিব বাবার ভাগ্য ফেরাতে চাইলেও সে স্বপ্ন পূরণ হয়নি শাহীনা বেগমের নামের এক নারীর৷ পরিবারের অভাব অনটনের কারণে মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই বিয়ে হয় তার৷
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে নিজের বাল্যবিয়ে, বর্তমান সংসার ও স্বপ্ন নিয়ে কথা হয় কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুরের বিলুপ্ত পোড়ার চরের এই বাসিন্দার।
দুই ভাই এক বোনের মধ্যে শাহিনা সবার বড়। যে বয়সে খেলনা হাড়ি-পাতিল নিয়ে মেতে থাকার কথা সেই বয়সেই হাতে উঠে সংসারের চাবি।
পাশের গ্রামের কৃষক জহুর ইসলামের সঙ্গে বাল্যবিয়ে হয় তার। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই মা হন শাহিনা।
বর্তমানে শাহিনার বয়স ২৫ বছর। এ বয়সেই তার দুইটি সন্তান রয়েছে। শাহিনা নিজে বাল্য বিয়ের শিকার হলেও নিজের মেয়েকে বাল্যবিয়ে দিতে চান না তিনি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।