শুরু হয়েছে বিলম্বিত এসএসসি (ভিডিওসহ)

"পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করি ভালো রেজাল্ট করতে পারব।"

করোনাভাইরাস ও বন্যার কারণে দুই দফায় নির্ধারিত সূচি থেকে সাত মাস পিছিয়ে অবশেষে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।

প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঠিকঠাক ক্লাস না হওয়ায় নম্বর কমিয়ে পুনর্বিন্যস্ত পাঠ্যসূচিতে নেওয়া হচ্ছে পরীক্ষা।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় তাসনিম আক্তার নামে এক পরীক্ষার্থীর।

সে বলে, "পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করি ভালো রেজাল্ট করতে পারব।"

নাসিবুল ইসলাম অয়ন নামে আরেক পরীক্ষার্থী বলে, "পরীক্ষার প্রশ্ন মোটামুটি সহজ ছিল। কিন্তু সময়টা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। দুই ঘণ্টায় চারটা সৃজনশীল ও নৈর্বক্তিক ঠিকমতো হচ্ছে না।"

সানজিদ রওশন হাবীব নামে আরেকজন বলে, "এতদিন পর পরীক্ষা দিতে পেরে আমরা আনন্দিত। পরীক্ষা ভালোই হয়েছে, সময়ও ঠিকঠাক ছিল এবং প্রশ্নটাও সহজ ছিল।"

দীর্ঘদিনের রীতি ভেঙে এবার সকাল ১‌০টার বদলে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়, শেষ হয় দুপুর ১টায়। দুই ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় দেওয়া হয়।

বৃহস্পতিবার শুরু এ পরীক্ষা শেষ হবে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলে ১৫ অক্টোবর।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com