বরগুনায় হয়ে গেল শিশু সাংবাদিকতার কর্মশালা

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিশু অংশ নেয়।
বরগুনায় হয়ে গেল শিশু সাংবাদিকতার কর্মশালা

বরগুনায় হয়ে গেল দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা।

বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিশু অংশ নেয়।

দুই দিনের এই কর্মশালায় শিশুদের সাংবাদিকতার প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়। সভাপতিত্ব করেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক মনির কামাল।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ ও সদর থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্ক ইনচার্জ নূরে জান্নাত কেয়া।

দ্বিতীয় দিনের শেষ ভাগে সমাপনী অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী ও জেলা তথ্য অফিসার সেলিম মাহামুদ শিশুদের হাতে সনদ তুলে দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com