বাল্যবিয়ে রোধ: নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে সভা

এই আয়োজনে বক্তারা বাল্যবিয়ের নানা কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বাল্যবিয়ে রোধ: নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে সভা

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদরের একটি স্কুলে বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনে এই সভাটি হয়।

বেসরকারি সংস্থা ‘সাবলম্বী উন্নয়ন সমিতি’র আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে অনুষ্ঠিত এই সভায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিশেষ অতিথি ছিলেন খালিয়াজুরীর একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক তারা প্রসন্ন দেব রায় ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।

সচেতনতামূলক এই সভায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র উপজেলা সুপারভাইজার মহসিন মিয়া। 

এই আয়োজনে বক্তারা বাল্যবিয়ের নানা কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com