খবরাখবর
সাতক্ষীরার শিশু কাকুলীর দায়িত্ব নিলেন ইতালিয়ান যুবক (ভিডিওসহ)
গ্রীস, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও নেপাল পেরিয়ে ভোমরা বন্দর দিয়ে পৌঁছান সাতক্ষীরায়।
কাকুলী সরকার নামে নয় বছর বয়সী শিশুর দায়িত্ব নিলেন আন্দ্রেয়া নামে এক ইতালিয়ান ভ্রমণপিপাসু যুবক।
আন্দ্রেয়া ডেলসোলভাটোর ইতালি থেকে স্কুটারে চড়ে রওনা হন। গ্রীস, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও নেপাল পেরিয়ে ভোমরা বন্দর দিয়ে পৌঁছান সাতক্ষীরায়।
এখানে এসে ‘ঋশিল্পী ইন্টারন্যাশনাল’ নামে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তিনি কাকুলীর শিক্ষা খরচ বহন করার কথা জানান। শিশুটি ওই সংস্থারই একটি কমিউনিটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ছে।
কাকুলীর শিক্ষা খরচ বহন প্রসঙ্গে আন্দ্রেয়া হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে এসে কিছু করতে চেয়েছি। সে কারণেই কাকুলির জন্য সামান্য এই উদ্যোগ। “
জেলার তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের হরিণখোলা গ্রামে কাকুলীদের বাড়ি। দুই বোনের মধ্যে সে বড়। আন্দ্রেয়া এই গ্রামও ভ্রমণ করেছেন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।