নামেই পার্ক, আসলে যেন 'ময়লার ভাগাড়' (ভিডিওসহ)

পার্ক ও এর আশেপাশের এলাকা ঘুরে কয়েক জনের সঙ্গে কথা বলে 'হ্যালো'।

সুনামগঞ্জ শহরের সুরমা নদী ঘেঁষে গড়ে ওঠা রিভার ভিউ পার্ক যেন স্বস্তির বদলে দর্শনার্থীদের কাছে এনে দিয়েছে মশা আর আবর্জনার দুর্গন্ধ।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে ড্রেনগুলো উপচে পড়ছে ময়লায়, হাঁটার রাস্তায় পড়ে আছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট।

বন্যা প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও ময়লা ব্যবস্থাপনা নিয়ে কোনো তৎপরতা চোখে পড়েনি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পার্ক ও এর আশেপাশের এলাকা ঘুরে কয়েক জনের সঙ্গে কথা বলে 'হ্যালো'।

এই শহরের বাসিন্দা এক কিশোরী বলে, "এক সময় অনেক ডাস্টবিন ছিল। কিন্তু এখন আর আগের মতো ব্যবহার করা হচ্ছে না এসব ডাস্টবিন।

"অনেক সময় দেখা যায় ডাস্টবিন ভরে যায় ময়লায়, সেটা পরিষ্কারও করা হয় না। তখন মানুষ এসে ডাস্টবিনের আশেপাশে ময়লা রেখে চলে যায়। মানুষও অসচেতন।"

রিভার ভিউ পার্কে ঘুরতে আসা আরেক কিশোরী বলে, "এমনও আছে যে কয়েকটা জায়গায় দেখেছি আগে ডাস্টবিন আছে, কিন্তু এখন নাই। যখন ছিল তখনো সবাই যে ডাস্টবিনে ময়লা ফেলত তাও না। আমরা যারা সাধারণ মানুষ, আমরাই সচেতন না।"

কথা হয় ভুক্তিভোগী আরেক তরুণের সঙ্গে।

তিনি বলেন, "বন্যার পানির সঙ্গে ময়লাও ভেসে এসেছে। সেই পানি শুকিয়ে যাওয়ার পরও ময়লাও থেকে যায়। যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে।"

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সুনামগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com