পিঠা উৎসবে আসা অপেক্ষা আক্তার নামের স্কুল শিক্ষার্থী হ্যালোকে বলে, “পিঠা উৎসবে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে এসে নতুন নতুন পিঠা দেখতে পেলাম ও খেয়ে খুব মজা পেয়েছি।”
Published : 01 Feb 2024, 05:57 PM
টাঙ্গাইলে শুরু হয়েছে তিনদিন ব্যাপী পিঠা উৎসব।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বুধবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান।
অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
মেলায় অংশ নেওয়া আশা আক্তার নামের এক পিঠা বিক্রেতা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে বসেছি। বাসায় তৈরি এসব পিঠা সবাই পছন্দ করছেন। আয়োজকদের কাছে দাবি প্রতি বছর যাতে এ ধরনের আয়োজন করে।”
পিঠা উৎসবে আসা অপেক্ষা আক্তার নামের স্কুল শিক্ষার্থী হ্যালোকে বলে, “পিঠা উৎসবে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে এসে নতুন নতুন পিঠা দেখতে পেলাম ও খেয়ে খুব মজা পেয়েছি।”
পিঠা উৎসব নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামান বলেন, “গ্রাম বাংলার এ উৎসব প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে ভবিষ্যতে এমন আয়োজন করা হবে।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: টাঙ্গাইল।