’জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।’
Published : 25 Jan 2024, 04:07 PM
ভোলায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
পৌরসভার মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন।
কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাল্টিমিডিয়া প্রযোজক আল হাসান রাকিব।
কর্মশালায় নির্বাচিত ২০ জন নবাগত শিশু সাংবাদিক অংশ নেয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ভোলা।