সৈয়দপুরে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিওসহ)

'মহামারির পর এই প্রথম এমন কোনো আয়োজন হওয়ায় উচ্ছ্বসিত শিশুরা'

নীলফামারির সৈয়দপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহামারির পর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ নামের শিক্ষা প্রতিষ্ঠানটিতে এই প্রথম কোনো অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা।

কলেজ চত্বরে  আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রাবেয়া আলিম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেসুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক মো ফারুক আহমেদ ও স্কুলের সহকারী শিক্ষক বিলকিস বানুর সঞ্চালনায়  উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ লীগের সহ-সভাপতি একেএম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লায়ন কাজীসহ অনেকে। অনুষ্ঠানে অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com