
পুরান ঢাকার সদরঘাট এলাকায় ভিক্টোরিয়া পার্কে কাজের খোঁজে ঘুরছে মো. রিপন নামে অভিভাবকহীন ১১ বছরের এক শিশু। কাজ পেলেই তার পেটে জুটবে ভাত, করাতে পারবে তার অসুস্থ নানির চিকিৎসা।
ভিক্টোরিয়া পার্কে আসা অনেক দর্শনার্থীদের কাছে গিয়ে একটি কাজের জন্য করুণ মিনতি করতে দেখা যায় তাকে।
রিপন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তার বাবা লিটন মারা গেছে এক বছর আগে। মা নাজমা আক্তার চলে গিয়েছেন তাকে ফেলে। বাসায় আছে অসুস্থ নানি। নানি তাকে লালনপালন করেছে। এখন নানি অসুস্থ হওয়ায় চিকিৎসার খরচ যোগাতে কাজের খুঁজে বাসা থেকে বেরিয়ে পড়েছে রিপন।
কাজ না মিললে বাসায় ফিরবে না বলেও জানায় এই শিশু।
হ্যালোর সঙ্গে আলাপচারিতায় রিপন বলে, "আগে আমি সারাদিন পানি বেচতাম। সন্ধ্যা বেলায় মাহাজন ২০টা টাকা দিত। এইটাদে আমার খাওয়াও হয় না, পেটও ভরে না।”
রিপন জানায় সে বোতল বিক্রির কাজও নিয়েছিল।
সে বলে, "মাহাজন বলতাছে, সকালে উঠে একটা লঞ্চ ধরবা। তুমি যদি এক বান্ডেল বোতল দিতে পার, তোমাকে ৪০টাকা দিব। ৪০টাকায় আমার পোষে না। আমি একটা কাম চাই। আমার নানির জন্য।"
রিপন পড়াশোনা করেছিল প্রথম শ্রেণি পর্যন্ত। তার স্বপ্ন পাইলট হবে। কিন্তু পড়াশোনার দায়িত্ব নেওয়ার কেউ নাই জানিয়ে সে বলে, "আমি পড়াশোনা করতে চাই। কিন্তু পড়াশোনা করানোর কেউ নাই। আমি পাইলট হতে চাই। বিমান চালাব। সবাইকে আকাশে উড়াতে চাই।"
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।