কবুতর পোষা তার শখ (ভিডিওসহ)

'তানজিলা মাত্র দুই জোড়া কবুতর নিয়ে পোষা শুরু করলেও এখন তার আট জোড়া কবুতর রয়েছে।

এক ঝাঁক পায়রা আকাশে উড়ে বেড়ানোর দৃশ্য দেখেই কবুতর পোষার শখ জাগে খুলনার কিশোরী তানজীলা সুলতানার।

তাই বাড়ির চিলেকোঠায় বাসা বানিয়ে কবুতর পুষছেন খুলনা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এই শিক্ষার্থী।

তানজিলা মাত্র দুই জোড়া কবুতর নিয়ে পোষা শুরু করেছিল। এখন তার আট জোড়া কবুতর রয়েছে।

সে বলে, "আমি যখন আরও ছোট ছিলাম তখন দেখতাম মানুষ কবুতর পুষত। ছেড়ে দিলে আকাশে ডিগবাজি খেত। তখন থেকে আমারও ইচ্ছা হয় আমিও কবুতর পুষব।”

পড়াশোনার পাশাপাশি কবুতরের দেখাশনার জন্য যথেষ্ট সময় দিতে হয় তানজিলাকে। তাই, মাঝে মাঝে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও সহযোগিতা নেয় সে।

সে বলে, "খাবার আর পানি সময়মত দিতে হয়। আমি স্কুলে বা অন্য কোথাও থাকলে আমার আম্মু আর খালামনি কবুতরের দেখাশোনা করে।"

তবুও কবুতর পোষা বেশ সহজ বলেই মনে হয় এই কিশোরীর। আর কবুতরের খাবারও বেশ সহজলভ্য।

সে বলে, এরা গম, চাল, ধান, খুদ, সরিষা, ডাবলি ও কাউন খায়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com