খেলার মাঠ পরিষ্কার করল শিশুরা (ভিডিওসহ)

“আজকে সবাই মিলে মাঠ পরিষ্কার করছি। আমার খুবই ভালো লাগছে।”

দুপুর গড়িয়ে বিকেল হলে খেলার মাঠে ব্যস্ত হয়ে পড়ে শিশুরা। তবে মাঝে মাঝে এই সময়টাতে খেলতে নয় বরং বিভিন্ন স্কুলের মাঠ পরিষ্কার করতে দেখা যায় বাগেরহাটের একদল শিশুকে।

'উই উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড টুগেদার' এই স্লোগানকে সামনে রেখে মাঠকে শিশুদের খেলার উপযোগী করতে কাজ করে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোরি ফিউচার ফাউন্ডেশনের শিশুরা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার করে শিশুরা। এতে সংগঠনটির শিশুদের সঙ্গে স্কুলের শিক্ষার্থীরাও যোগ দেয়।

আবিদ নামে এই বিদ্যালয়ের এক শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলে, “আজকে সবাই মিলে মাঠ পরিষ্কার করছি। আমার খুবই ভালো লাগছে।”

গ্লোরি ফিউচার ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান বলেন, “চাইল্ড লিডার ও শিশুরা এই পরিষ্কার অভিযানে অংশ নেয়। মূলত শিশুদেরকে সচেতন করতেই এমন উদ্যোগ পরিচালনা করে সংগঠনটি।”

তিনি আরও বলেন, “এই স্কুলে কয়েক দিন আগে রিইউনিয়ন হয়েছিল। সেজন্যই অপরিষ্কার হয়ে আছে মাঠ। তাই আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক লিডার ও শিশুরা একত্রিত হয়ে এই মাঠ পরিষ্কার করছি এবং আমাদের এই কাজ অব্যাহত থাকবে।”

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com