কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ

“আমি এরকম বড় বড় নৌকা আগে দেখিনি, আজকে এত বড় বড় নৌকা আর অনেক মানুষ দেখে খুবই ভালো লাগছে।”
কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের ব্রহ্মপুত্র নদে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে গ্রাম্য মেলা। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সী মানুষেরই আনাগোনা দেখা গেছে নদীর দুই পাড়ে। তিন বিভাগে ১৮টি নৌকা অংশ নেয় এই আয়োজনে।

নৌকাবাইচ দেখতে আসা আট বছর বয়সী আরিয়ান বলছিল, “আমি এরকম বড় বড় নৌকা আগে দেখিনি, আজকে এত বড় বড় নৌকা আর অনেক মানুষ দেখে খুবই ভালো লাগছে।”

উপজেলার সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান হুমায়ুন বলেন, “ছোটবেলায় আমি অনেক নৌকা বাইচ দেখতাম৷ নৌকা বাইচ বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে।”

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কিশোরগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com